Sunday 21 June 2015

এবার পড়ুন অনলাইন বিশ্ববিদ্যালয়ে। নিয়ে নিন আন্তর্জাতীক মানের শিক্ষা ও সনদ পত্র।

শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আসছি আপনাদের সামনে। আশা করি সবার ভাল লাগবে।
আমরা যারা সময় অথবা টাকার কারনে একাডেমিক শিক্ষা নিতে পারি না তাদের জন্য অথবা সবার জন্যই আমার এই টিউন।

Jonas Liepmann

Jonas Liepmann তৈরি করল একটি মান সম্মত অনলাইন বিশ্ববিদ্যালয়। যেখানে পাওয়া যাবে আন্তর্জাতীক মান সম্মত শিক্ষা।
এই অনলাইন বিশ্ব্ববিদ্যালয় থেকে করে নিতে পার তুমি তোমার পছন্দের কোর্সটি।

Advisory Board এ আছেন যারা

Prof. Dr. Jörg Dräger -  Hertie School of Governance in Berlin

Prof. Èdouard Husson - He was the vice chancellor of Université Paris

Prof. Hans N. Weiler - Stamford University

আরও নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানেই চলে এই বিশ্ববিদ্যালয়টি।
এখানে দুই ধরনের সনদ পাবে ফ্রি এন্ড পেইড
পেইড সনদ পত্র নিতে হলে কোর্স শেষ করে এক্সাম দিতে হবে তাতে খরচ পরবে 49 € । যা বাংলাদেশি টাকায়  ৪৩৪৮ টাকা প্রায়।
The European Union in Global Governance
এই কোর্সটি আমি করতেছি। এই কোর্সটি তৈরি করেছেন যারা তারা হলেন
Dr. Sabrina Marchetti,
Prof. Anna Triandafyllidou,
Prof. Dr. Christoph Herrmann,
Prof. Dr. Jan Wouters,
Prof. Marise Cremona,
Dr. Joris Larik,
Kolja Raube .
সরাসরি এই লিংকে গিয়েও এই কোর্স টি করতে পারবে
https://iversity.org/en/courses/the-european-union-in-global-governance-may-2015
এমন আরও অনেক কোর্স আছে সেখান  যেটা ভাল লাগে করে ফেল একদন ফ্রি ;-)


সো আর দেরি কেন চলে যাও http://www.iversity.org তে। আর পুরন কর তোমার স্বপ্ন।

আমি নতুন টিউনার এটা আমার ২য় টিউন। ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর ভাল লাগলে অবশ্যই জানাবেন।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর সোহাগ ৩৬০ ডিগ্রির সাথেই থাকুন

0 comments:

Post a Comment

About Us